নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে প্রাণ হারিয়েছেন সুরুজ আলী (৪৫) নামের এক ব্যক্তি। ঘটনার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় মাদারীপুর থেকে মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে সুরুজ আলী তার চারজন সহযোগীকে সঙ্গে নিয়ে লক্ষীপুর মোড় থেকে নতুন বিল শিমলার দিকে রওনা দেন। পথে রাজপাড়া থানাধীন সিটিবাইপাস সংলগ্ন ঘোড়াচত্তর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ভাগ্নেসহ মামলার অন্যান্য আসামিরা তাদের গতিরোধ করে। জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে সেখানে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মামলার এক আসামি ইট দিয়ে সুরুজ আলীর মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সুরুজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ১৪ এপ্রিল রাতে মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হিরা (৪০), মোঃ আশরাফ আলী (৪৫), ও মোছাঃ জাহানারা বেগম (৫০)। তারা সবাই মৃত আনিচুর রহমানের সন্তান ও স্ত্রী এবং রাজশাহী মহানগরের বহরমপুর ব্যাংক কলোনী এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.