নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সামগ্রীক স্থাপনা পরিদর্শন করেন চেম্বার অব কমার্ষ এন্ড ইন্ডাষ্টির সভাপতি মোঃ মাসুদুর ররহমান রিংকু।
পরিদর্শন কালীন সময়ে তিনি বলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মাঠেই ৭৭/৭৮ সালে প্রথম এমসিসি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ও আর কোন জেলাতে হয়নি। কাজেই আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজন করতে হলে স্টেডিয়াম ব্যবসায়ী সমিতির কর্মকর্তা গনকে এগিয়ে আসতে হবে ও সংগঠকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাতে করে স্টেডিয়ামটিতে উন্নয়নের ছোয়া পেেড়।
এখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করে থাকে এই মাঠটি একটি পরিপুর্ন খেলার মাঠে রুপান্তরিত হয় সে দিকে স্টেডিয়াম ব্যবসায়ীসহ সকলকে নজর ও জঞ্জালমুক্ত স্টেডিয়াম গড়ে তোলার আহবান জানান সেই সাথে জাতীয় ক্রীড়া পরিষদের দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তাক হোসেন, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক মোঃ নাজমীর আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, শেখ আনসারুল হক খিচ্চু, আলী আফতাব তপন, মোঃ আব্দুস সোহেল, মোঃ মামুনার রশীদ . জেলা ক্রীড়া অফিসার ও সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ীদের পক্ষে সভাপতি কালিপদ সাহা, সাধারন সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,সাবেক সহ-সভাপতি শেখ মোঃ রেজাউর রহমানসহ অন্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.