রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করলো জনতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ নেতা মোঃ মৃদুলকে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড় থেকে আটক করা হয়।
এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন মতিহার থানা অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আশিক, এসআই আমানত ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মোঃ মৃদুল, সে মহানগরীর মতিহার থানার কাজলা প্রাইমারী স্কুল এলাকার মোঃ মুকুটের ছেলে। সে মহানগর ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক। তিনি জানান, একাধীক মামলার আসামী মৃদুল। বিগত দিনে আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন সময় নিজ এলাকায় ব্যপক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র/জনতার আন্দোলনে ছাত্র/জনতার উপর হামলা, ককটেলের বিষ্ফোরণ ও অগ্নেয় অস্ত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।
এছাড়াও গত ৪ আগষ্ট সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে হামলা ভাংচুর চঅরাণোর অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.