নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মোঃ মিলনকে (৪০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোঃ মিলন, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জকিমুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও বিস্ফোরণ মামলার বোয়ালিয়া থানার এজাহার নামীয় আসামী মোঃ মিলন। তিনি আওয়ামী লীগের কর্মী। বৃহস্পতিবার রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ শুক্রবার তাকে আদালতের সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.