রাজশাহীতে আবারও পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদকঅবরোধের মধ্যে রাজশাহীতে আবারও পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পাটকাঠি ভর্তি চলন্ত ট্রাকে আগুন দেয় তারা। এতে ট্রাকটি পুড়ে গেছে।
মতিহার থানার ওসি রুহুল আমিন বিটিসি নিউজকে জানান, পাটকাঠি নিয়ে ট্রাকটি বাগমারা যাচ্ছিলো। রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় ট্রাকটি ধীর গতিতে চলে। এসময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে ট্রাকের পাটকাঠিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অবরোধ সমর্থনকারিরা এই ঘটনা ঘটিয়েছে।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুরো ট্রাকটি পুড়ে যায়। এ ঘটনায় জড়িতদের কাউকে এখনও সনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এনিয়ে পুলিশ কাজ করছেন বলেও জানান ওসি রুহুল আমিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.