রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), পিতা: মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম: রায়পুর (মোল্লাপাড়া), চারঘাট, রাজশাহী।
মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা: মোঃ মুনছুর আলী, গ্রাম: রায়পুর (মহাজনপাড়া), চারঘাট, রাজশাহী।
মোঃ হৃদয় (২৪), পিতা: মোঃ জামরুল ইসলাম, গ্রাম: রায়পুর, চারঘাট, রাজশাহী।
চারঘাট থানার একটি টিম ১৩ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মোড় ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়পুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
পরে রাত পৌনে ২টায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এই ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.