রাজবাড়ীতে লিফলেট বিতরণ: বিএনপি নেতাদের ধাওয়ায় পালালেন আ.লীগ নেতা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতাদের ধাওয়া খেয়ে পালিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী শহরের রাসা টাওয়ার এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী লিফলেট বিতরণ করেন।
এ খবর পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন। তাদের মিছিলের শব্দে লিফলেট বিতরণ বাদ দিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।
পরে নেতাকর্মীরা বাজারসহ বিভিন্ন সড়কে হই হই রই রই মহম্মদ আলী গেল কই বলে স্লোগান দেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন,‘জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী রাসা টাওয়ার এলাকায় লিফলেট বিতরণ করছেন। এমন খবর পেয়ে তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। আমরা সব সময় শেখ হাসিনার দোসরদের প্রতিহত করতে মাঠে আছি এবং থাকব। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পয়তারা করলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.