রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মুকুল বিশ্বাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮ দিকে সদরের চর বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুকুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার মৃত অশ্বিনী কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
মুকুল বিশ্বাসের প্রতিবেশী ও বন্ধু মান্নান মুন্সী বলেন, আমি হার্টের রোগী। ঢাকার স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৭ টার দিকে ভাড়া করা প্রাইভেকারে করে আমি ও মুকুলসহ ৪ জন পাংশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। চালকসহ আমরা মোট ৫ জন ছিলাম। প্রাইভেটকারের সামনে চালকের পাশে আমি বসেছিলাম। আর মুকুলসহ ৩ জন পেছনে বসেছিল। সকাল সোয়া ৮ টার দিকে প্রাইভেটকারটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরবাগমারা এলাকায় (রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে) এলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি মহাসড়কের ওপর কয়েকটি পল্টি খেয়ে মুকুল সড়কের ওপর ছিটকে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন। তবে চালকসহ আমরা ৩ যাত্রী কিছুটা আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বিটিসি নিউজকে বলেন, চর বাগমারায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী মারা গেছেন। তবে ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.