রাজবাড়ীতে আগুনে পুড়ে বোনের পর এবার ভাইয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা সদরে বোন রাবেয়া বেগম ওরফে বরু খাতুনের (৭০) অগ্নিদগ্ধ ছোট ভাই ইউনুছ শেখ (৫৫) ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
ইউনুছ সদর উপজেলার আলাদীপুর গ্রামের মৃত মোছন শেখের ছেলে ও রাবেয়া খাতুন একই বাড়ির মৃত মানিক শেখের স্ত্রী।
শহীদওহাবপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান বাবু জানান, গত ১৪ ফেব্রুয়ারি ভোররাতে সদর উপজেলার শহীদহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামে বৃদ্ধা রাবেয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে তার ছোট ভাই ছুটে এলে তিনিও অগ্নিদগ্ধ হন। অগ্নিকাণ্ডে ওই বৃদ্ধা মারা যান আর তার ছোট ভাই ইউনুছকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।
ইউনুছ শেখের ভাগ্নে আ. গণি ও ভাতিজা শিহাব শেখ জানান, মরদেহ বাড়ি আনা হচ্ছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুবুর রহমান বিটিসি নিউজকে জানান, স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে একটি শোবার ঘর ও একটি গরুর ঘর পুড়ে গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.