রাজবাড়ীতে অবৈধ সোয়া চার টন পলিথিন ও একটি ট্রাক জব্দসহ গ্রেপ্তার-২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পরিবহনের সময় অবৈধ সোয়া চার টন পলিথিন ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এর সঙ্গে দুজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানায় প্রেস ব্রিফিং করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান এ তথ্য জানান।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের বড়পুল মোড়ে সদর থানার পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি পণ্যবাহী ট্রাকে অভিযান চালায়।
ওই ট্রাক থেকে সোয়া চার টন অবৈধ পলিথিন পাওয়া যায়। এ সময় ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জের বেলাল হোসেন (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. খায়রুল ইসলাম। তাদের গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান বিটিসি নিউজকে জানান, ২০০২ সালের বলবৎকৃত আইনে পরিবেশের ক্ষতিকারক পলিথিন পরিবহন, বিপণন নিষিদ্ধ ঘোষণা করা হয়। অবৈধ পলিথিনগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। কিন্তু এগুলো কোথা থেকে আনা হয়েছে, মালিক কে এবং কোথায় নেওয়া হচ্ছে এর সঠিক তথ্যের কোনো মিল না পাওয়ায় চালক-হেলপারকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সদর থানায় মামলা করা হয়েছে।
আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.