বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ কর্মকর্তারা বলেছেন, দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
পার্লামেন্টের কর্মকর্তা রোন্ডা হুফাঙ্গা এএফপিকে বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে আমরা নিশ্চিত নই এরপর কী হবে।
প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি পার্লামেন্টকে বলেছিলেন, আইনপ্রণেতারা অনাস্থা ভোটের আয়োজনের ঠিক কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করেন।
১৯ শতকের শেষের দিক থেকে টোঙ্গায় একটি সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। দেশটির রাজপরিবার তাদের কিছু ক্ষমতা ধীরে ধীরে ত্যাগ করেছে। তবে টোঙ্গান রাজা এবং তার সহকর্মী সম্ভ্রান্তরা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।
২০০৬ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর সংবিধান সংশোধন করা হয়। সেই সময়ে টোঙ্গান রাজা দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং সামরিক কমান্ডার-ইন-চিফ হিসাবে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।
যদিও রাজতন্ত্র শেষ পর্যন্ত নির্বাচিত আইনপ্রণেতাদের একটি মন্ত্রিসভায় তার অনেক দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হয়। তবে এর ক্ষমতা সম্পূর্ণভাবে কমানো হয়নি।
টোঙ্গার বংশানুক্রমিক রাজপরিবার এখনো দেশের ২৬ আসনের আইনসভায় ৯ জন সদস্য নির্বাচন করে।
সোভালেনি ২০১৪ সালে প্রথম সংসদে নির্বাচিত হন এবং ২০১৪-১৭ থেকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে শিক্ষামন্ত্রী হন। ২০২১ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত নেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.