রংপুর প্রতিনিধি: রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
গতকাল শনিবার (০১ মার্চ) দুপুরে প্রসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার ছবি সম্বলিত পোষ্টার ছাপিয়ে একটি কুচক্রি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলাবাসীকে বিভ্রান্ত না হওয়া আহ্বান জানান বিএনপির ওই নেতা। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ অংঙ্গসংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.