সামাজিক কার্যক্রমচট্টগ্রামব্রেকিং নিউজ রাজনীতিবিদ অসুস্থ স্বপন সেন’র শয্যা পাশে এডভোকেট আবুল কালাম আজাদ ফাউন্ডেশন নেতৃবৃন্দ By বার্তা কক্ষ On জুন ২০, ২০২৫ Share চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রখ্যাত রাজনীতিবিদ এডভোকেট আবুল কালাম আজাদ ফাউন্ডেশেনের চেয়ারম্যান আফতাব মাহমুদ শিমুল’র সার্বিক সহযোগিতায় ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় দেওয়ান বাজারস্থ বাসায় প্রবীণ রাজনীতিবিদ শারীরিক অসুস্থ স্বপন সেনকে দেখতে তাঁর শয্যার পাশে গিয়ে তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এডভোকেট আবুল কালাম আজাদ ফাউন্ডেশেনের সদস্য সচিব এম নুরুল হুদা চৌধুরী, সাংবাদিক স ম জিয়াউর রহমান, মানবাধিকার কর্মী সমীরণ পাল, আসিফ ইকবাল, রোজী চৌধুরী, শামসুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ তাঁর সু-চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর গণতান্ত্রিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামে অবদানের কথা স্মরণ করেন। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.