ঢাকাপ্রতিনিধি: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে আজ দ্বিতীয় পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ ফারুক সড়ক হয়ে জুরাইন রেল গেটের কাছে গিয়ে শেষ হবে।
জানা গেছে, চার দিনের ঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এর আগে, গত ২৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা রামপুরা সড়কে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.