ঢাকাপ্রতিনিধি: সংগঠনের কারামুক্ত নেতাদের নিয়ে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার বিকালে নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় শোডাউন ও বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এর আগে নয়াপল্টনে সংগঠনের কার্যালয়ে সদ্য কারামুক্ত নেতাদের ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নেতারা।
এদিকে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে নয়াপল্টনে জড়ো হয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। পরে তারা নয়াপল্টন, কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করেন। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় সড়কে যানজট দেখা দেয়।
মিছিলে সদ্য কারামুক্ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সোহেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর বাবু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম পালোয়ান, ছাত্রনেতা রবিউল আউয়াল ভূঁইয়া, মো. রিপন হোসেন, হারুনুর রশিদ বাবু, মিয়া মো. সম্রাট, মেহেদী হাসান, মো. হানিফ মিয়া, এনামুল হক হিমেলসহ শতাধিক কারামুক্ত নেতাকর্মী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.