ঢাকাপ্রতিনিধি: অবরোধ সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। পরিবাগ এলাকায় বিএনপির পরিবার ও কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।
এতে আরও অংশ নেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল, যুবদলের অ্যাডভোকেট শাহিন রহমান, আরমান হোসেন, সেলিম মোল্লা, ছাত্রদল নেতা শাহরুখসহ শতাধিক নেতাকর্মী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.