রাঙ্গামাটিতে টায়ার জ্বালিয়ে-গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংদুতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
আজ সোমবার (২০ মে) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্ষন্ত অবরোধ সমর্থনকারীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়িতে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করে।
এতে দুই দিকে শত শত যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে হয়েছে। তবে পুলিশের অনুরোধে সকাল ৮টার দিকে কিছুক্ষণের জন্য উভয় দিকে আটকে পড়া যানবাহন ছেড়ে দেওয়া হয়।
এছাড়া রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কতুকছড়ি, ঘিলাছড়ি, নানিয়ারচরসহ বিভিন্ন স্থানে গাছের গুড়িয়ে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। তবে রাঙামাটি শহরে অবরোধের প্রভাব পড়েনি।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গেল শনিবার লংগদুর বড় হাড়িকাবাস্থ ভালেদীঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমা নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ জেএসএসকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.