রাঙামাটিতে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা
রাঙামাটি প্রতিনিধি: আজ সোমবার ভোর ৬ টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়কের রাবার বাগান এলাকায় মালবাহী ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুনে পুরো ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়।
আগুনের এ বিষয় নিয়ে পুলিশের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী নেতারা। বাঙ্গালি সংগঠনের নেতা মো. আবছার উদ্দিন বিটিসি নিউজকে বলেন, অনতিবিলম্বে এসব পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে জনগণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.