রাঙামাটিতে পুণ্যার্থীবাহী বাস উল্টে আহত-২০

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটির মানিকছড়ি এলাকায় পুণ্যার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
বাসে থাকা যাত্রীরা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিলেন। এমন সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এ সময় অনেকে আহত হয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী বিটিসি নিউজকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.