রংপুরপ্রতিনিধি: রংপুর মহানগরীর রবারশনগঞ্জে ২২’শ বস্তা সার অবৈধভাবে মজুদের দায়ে আরএন্ডআর ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার রাতে ওই প্রতিষ্ঠানে গুদামে অভিযান পরিচালনা করেন প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহান লাবীব জিসান।
এ সময় অবৈধভাবে টিএসপি, ডিএপি, এমওপি সার মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরীর দায়ে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অবৈধভাবে মজুদ করা সারগুলো কৃষি বিভাগের মাধ্যমে ন্যায্য দামে কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়।
অভিযানে ওই গুদামে নকল টিএসপি সার মজুদের সন্দেহে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগমসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.