রংপুর-৩ শূন্য উপ-নির্বাচন আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙঘনের অভিযোগ অসত্য : জিএম কাদের

রংপুর ব্যুরো: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রংপুর-৩ শুন্য আসনের উপ-নির্বাচনে মহাজোট প্রার্থী এবং আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙঘনের অভিযোগ সর্বেব অসত্য ও বানোয়াট। বিএনপি প্রার্থী এবং নেতাদের অভিযোগ মনগড়া। নির্বাচনে ভরাডুবি দেখে তারা এসব বলছে। আমরা কোন আচরণবিধি লঙঘন করছি না। মতবিনিময় সভা করছি সংসদীয় এলাকার বাইরে।

রংপুর-৩ শুন্য আসনের উপ-নির্বাচনে ভাতিজা রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) এর নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুইপ মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ), বিরোধী দলীয় হুইপ রাশেদা বেগম এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মাসুদা রশিদ চৌধুরী এমপি, আদেলুর রহমান এমপি, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

জিএম কাদের বলেন, বিএনপির এক নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও জাতীয় পার্টি সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন। আমরা সেগুলো পরিহার করার চেস্টা করছি। আমরা কোন আচরণ বিধি লঙঘন করছি না। রংপুর-৩ সংসদীয় এলাকার বাইরে নগরীর শিরিন পার্ক এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিয়ম করছি। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তার পুত্র এখানে লড়ছেন। তার সাথে এবং ভোটার সাথে আমরা আছি, আমাদের এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন। সেটি দেখানোর জন্যই আমরা নির্বাচনী এলাকার বাইরে মতবিনিময় সভা করছি। থাকছি একটি বেসরকারি বিনোদন স্পটের আবাসিকে। অতএব বিভ্রান্তি  ছড়ানোর কোন সুযোগ নেই। তিনি উপস্থিত নেতাকর্মীদের এরশাদের আদর্শ ও কর্ম বাস্তবায়নে এই নির্বাচনের গুরুত্ব ভোটারদের কাছে পৌছে দেয়ার আহবান জানান। পাশাপাশি তিনি ভোটারদেরকে এরশাদের প্রতি তাদের ভালোবাসার ঋণ পরিশোধের সুযোগ দেয়ার জন্য এরশাদের পুত্র সাদকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

তিনি বলেন, আমরা কোন প্রভাব বিস্তার করছি না। এরশাদের পুত্রের জন্য আমাদের প্রভাব বিস্তার করতে হয় না। আমাদের ভোট ভালোবাসার ভোট। ভোটারদের প্রতি আমাদের আস্থা আছে। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত: গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে। এখানে বিএনপির রিটা রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সহ ৬ জন প্রতিদ্বন্বিতা করছেন। রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৭৫টি, ভোটকক্ষ ১ হাজার ২৩ টি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.