রংপুরে যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুর প্রতিনিধি: জাতীয় যুব সংহতির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা অনুষ্ঠিত হয়েছে রংপুরে। আজ মঙ্গলবার বিকেলে দিনটি উপলক্ষে নগরীর পায়রা চত্বরের জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পার্টি অফিসে গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভায় যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টি রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পদক করেন  এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর।

বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক বারি মুন্সি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদও উপজেলা সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টিও সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.