রংপুর প্রতিনিধি: রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এনডিসি)।
পরে সিটি কর্পোরেশনের প্রশাসক,ডিআইজি রংপুর রেঞ্জ,মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদের গভীরভাবে স্মরন করে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান।
বৈষম্যহীন বাংলাদেশে ২১ এর চেতনা দেশ ও বিদেশে ছড়িয়ে যাক এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.