রংপুরে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুরে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু।
আজ দুপুরে নগরীর শালবন মিস্তিরি পাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন, গত ১৩ই নভেম্বর ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় তাকে মিথ্যা ভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাবেক কাউন্সিলর আরো বলেন, তিনি গত ১৯ জুলাই রংপুরেই অবস্থান করেননাই।
তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ও হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.