রংপুরে মহানবী (স:) কে নিয়ে কুটুক্তি রংপুর কৃষি ইন্সটিটিউটের শিক্ষক প্রভাত চন্দ্র গ্রেফতার
রংপুর প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে রংপুর মহানগরীর তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর শিক্ষক প্রভাত চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর ৬ষ্ঠ ব্যাচের ক্লাশ নেবার সময় সিনিয়র শিক্ষক প্রভাত চন্দ্র মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) চরম অবমাননাকর মন্তব্য করেন।
এতে তাৎক্ষণিক শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষ বরাবর ওই শিক্ষকের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। বিষয়টি আজ মঙ্গলবার সকালে জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইন্সটিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে।
একই সময়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাজহাট মোড়ে কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে সরকারি কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আলী বিটিসি নিউজকে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।পুলিশ প্রভাত চন্দ্রকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.