রংপুর প্রতিনিধি:রংপুরে ভূয়া দলিল তৈরী করে জমি দখল চেষ্টা, হামলা ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধার বিধবা বয়স্ক স্ত্রী ফেরদৌসী বেগম।
আরডিআরএস মিলনায়তনে ভুক্তভোগী মেয়ে ফারজানা সুলতানা জানান, নগরীর পাকপাড়ায় কেনা ১৩ শতক জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করা হলে স্থানীয় সন্ধ্যা রানী রাজনৈতিক দলের নেতাদের যোগসাজসে ভূয়া দলিল তৈরী করে ওই জমির মালিকানা দাবী করেন এবং ভূক্তভোগী পরিবারের সদস্যদের উপর হামলা, ভবন নির্মানের সামগ্রী লুটপাট করে।
সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তাসহ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.