রংপুর প্রতিনিধি: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সেকে স্নাতক সমমান করর দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।
এই দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষকেরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে সমবেত হয়ে বিক্ষভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় রংপুর ও আশপাশের ২০টি ডিল্পোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এই দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষকেরা।
শিক্ষার্থীদের দাবি, ইন্টার পাশ করার পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স শেষে ইন্টার্নি ও লাইসেন্স পরীক্ষাসহ চার বছর লেগে যায়। তারপরও পড়াশোনা শেষ করে এইচএসসি সমমান সার্টিফিকেট দেয়া হয়। তাই ডিপ্লোমা নার্সদের স্নাতক সমমান সার্টিফিকেট দেয়ার দাবি জানান তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.