রংপুরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক (ভিডিও)
রংপুর প্রতিনিধি: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, ফেসবুক সাংবাদিকরা সাংবাদিক নন। তাদের কোন নীতিমালা নেই। নিজেদের খেয়াল খুশি মত চলেন। নিবন্ধিত প্রত্যেক হাউজের একটি সম্পাদনা পরিষদ কিংবা গেট কিপার থাকে। গেট কিপার ছাড়া প্রচার করা অপসাংবাদিকতা। তাই ফেসবুক সাংবাদিকতায় উৎসাহ দেওয়ার সুযোগ নেই। যারা অপসাংবাদিকতা করছেন তাদের তালিকা জেলা প্রশাসনকে দিন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, প্রত্যেক সাংবাদিককে গ্রাজুয়েট হতে হবে অথবা কমপক্ষে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। আমরা সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করছি। এতে যারা তালিকাভূক্তির যোগ্যতা অর্জন করতে পারবে না তারা সাংবাদিকতায় আসতে পারবে না।
এছাড়া ব্যাঙের ছাতার মত গড়ে উঠা পত্রিকা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়। সেই সাথে নতুন গণমাধ্যমের নিবন্ধন দিতে অধিকর যাচাই বাছাই করার কথা তিনি উল্লেখ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.