রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৫, আহত-২০

রংপুর প্রতিনিধি: রংপুরে পৃথক ৪টি সড়ক দুঘটনায় ৩ জন নিহত হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কে কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার সংঘর্ষে  ২ জন ও নগরীর লাহিড়ীর হাট এলাকায় মোটরসাইকেল দুঘটনায় একজন নিহত হয়েছেন। এর ৪টি দুঘটনায় আহত হয়েছেন আর ২০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস।
ওসি জানান, নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও দু’জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।এদিকে রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.