রংপুরে ইন্টার্ন ডাক্তারদের ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ডাক্তাররা (ভিডিও)

রংপুর প্রতিনিধি: ইন্টার্ন ডাক্তারদের ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের ইন্টার্ন ডাক্তাররা।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে রংপুর নগরির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান ফটক থেকে ইন্টার ডাক্তাররা এটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুক্তার এলাহী চত্বরে গিয়ে, রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।
পরে সেখানে প্রায় আধাঘন্টা বিক্ষোভ করার ফলে, সড়কের দুই পাশে শত শত বাস- ট্রাক আটকা পরে। শুধু তাই নয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।
তাদের আন্দোলন চলাকালীন অবস্থায় হাইকোর্ট তাদের ৫টি দাবির মধ্য ১টি দাবি মেনে নিলে , তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.