রংপুরের আ. লীগ নেতা তুষার কান্তি মণ্ডল গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছয়টি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
মঙ্গলবার সাভারের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩’র একটি দল।
আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় ‍পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আবু তাহির, অটোরিকশাচালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন, কলা ব্যবসায়ি সাজ্জাদ হত্যা মামলাসহ আরও একাধিক হত্যাচেষ্টা, ভাংচুর, লুটপাট ও আত্মসাতের মামলা রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মাণের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙ্গে দেয় কেন্দ্রীয় কমিটি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.