যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে আগুনে পুড়ে হত্যার চেষ্টা

ফেনী প্রতিনিধি: ফেনী জেলার সোনাগাজী উপজেলাতে যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে পুড়ে হত্যার চেষ্টার অভিযোগ করছে সহপাঠিদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা আলিম পরীক্ষা দিতে গেলে  তার গায়ে আগুন ধরিয়ে দেয়।

ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান বলেন,  আমার বোন   সকালে আরবি প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামের এ কে এম মুসার মেয়ে নুসরাত জাহান রাফি (১৮)  সহ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা  যায়। ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন মধ্যে অধ্যক্ষের নিয়ন্ত্রিত কয়েকজন শিক্ষার্থী মাদরাসার ছাদে তুলে গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। সোনাগাজী   স্বাস্থ্য-কমপ্লেক্স থেকে  পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।  ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।সোনাগাজী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আলম বলেন, ওই ছাত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়া উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. আবু তাহের বিটিসি নিউজকে বলেন, ছাত্রীর শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) বিটিসি নিউজকে জানান, ঘটনাটি সম্পর্ক শুনেছি। এর আগে ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.