যে ক্রিকেটারে মজেছেন উর্বশী

 

বিটিসি বিনোদন ডেস্ক: এক সময় ভারতীয় ক্রিকেটার ঋশভ পান্তের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা যেত। সে সব এখন অতীত। বরং গুঞ্জনটা এখন পাকিস্তানের পেসার নাসিম শাহকে নিয়ে।
সম্প্রতি এক প্রশ্নের উত্তরে নাসিম শাহকে নিয়ে মুখ খুলেছেন উর্বশী। জানিয়েছেন পাকিস্তানি এই তরুণ পেসারের প্রতি তার মুগ্ধতার কথা।
সস্প্রতি আইফা ২০২৪ ইভেন্টের রেড কার্পেটে হাঁটার সময় উর্বশী রাউতেলার কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটারের নাম। যেই প্রশ্নের উত্তরেই নাসিম শাহর নাম বলেছেন রাউতেলা। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওতে, রাউতেলাকে পাকিস্তান ক্রিকেট দলে তার প্রিয় খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার উত্তরে তিনি বলেন, ‘তাদের একটি ভালো দল আছে। তাদের মধ্যে নাসিম বেশ ভালো।’
এর আগেও রাউতেলা ও নাসিমকে নিয়ে প্রেমের গুঞ্জন ছিল। কেননা, গত বছর নাসিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন রাউতেলা। একই সঙ্গে নাসিম যখন সম্মানসূচক ডিএসপি পদে সম্মানিত হন তখনও তাকে অভিনন্দন জানিয়েছিলেন রাউতেলা। নাসিমকেও দেখা গেছে রাউতেলাকে ধন্যবাদ জানাতে।
এরপর এই দু’জনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মুখ খুলেন নাসিম।
তিনি জানান, রাউতেলাকে তিনি চেনেন না। তাছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও তিনি নিজে পরিচালনা করেন না। সে সময় এই বিতর্কের ইতি ঘটলেও এবার রাউতেলার মুখে নাসিমের কথা শুনে ফের এই দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.