যেখানে বসছে ঋতাভরীর বিয়ের আসর

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেমের গুঞ্জন সত্যি- তা তিনি আগেই জানিয়েছেন। গত বছরের দিওয়ালিতে প্রথমবার তার ভালোবাসার মানুষকে প্রকাশ্যে এনেছিলেন এ অভিনেত্রী। এরপর ক্রিসমাস পার্টিতে টালিউডের একঝাঁক তারকার সঙ্গে জুটি হয়ে ধরাও দিয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা সেই ছবি সবার নজর কেড়েছিল।
চুটিয়ে প্রেম করার পর এবার নাকি শাহরুখ খানের ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। শোবিজের আকাশে বাতাসে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
একটি সূত্র বলছে, চলতি বছরের ডিসেম্বরেই হয়তো বিয়ে করবেন তারা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের নাকি পরিকল্পনা করেছেন। সম্ভবত থাইল্যান্ডেই বসবে বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঘরোয়াভাবে বাঙালি ও পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হবে শোনা যাচ্ছে।
সুমিত অরোরার সঙ্গে ‘জওয়ান’ সিনেমার একটি প্রোমোর জন্য অংশগ্রহণ করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেইসময়ে নাকি অভিনেত্রীর লেখনীর প্রশংসা করেছিলেন বলিউড বাদশা নিজেই। ‘জওয়ান’ সিনেমার সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মেধা খাটিয়ে প্রোমোর জন্য দারুণ ডায়লগ তৈরি করেছিলেন ঋতাভরী।
সুমিত অরোরা ‘দ্য ফ্যামিলি ম্যান’ টেলিভিশন সিরিজের সংলাপও লিখেছেন। ২০২৩ সাল থেকেই সুমিতের প্রায় সব ছবিতে মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনো ‘বেবি’ বলে সম্বোধন করেছেন কখনো আবার লিখেছেন, ‘তুমিই আমার হিরো।’ এবার বিয়ের অপেক্ষায় তার অনুরাগীরা প্রহর গুনছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.