যুব ঋনের চেকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ওদের

বাগমারা প্রতিনিধি: আসাদুজ্জামান, আব্দুর রাজ্জাক ও শারমীন রিনারা এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বিভোর। ওরা এখন কারো গলগ্রহ হয়ে থাকবে না। ওরা এখন নিজের পায়ে দাঁড়াতে চায়। ওরা উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে কেউ মাছ চাষ, কেউ গাভি পালন ও মোটাতাজাকরণ, কেউবা হাঁস-মুরগীর খামার স্থাপনের উপর মাসব্যাপি প্রশিক্ষন গ্রহন করেছে।
এখন ওদের স্বাবলম্বী হওয়ার জন্য এগিয়ে এসেছে সরকার। তাদের জন্য স্বল্প সুদে (মাত্র ৫%) ঋন দিয়ে এবং প্রশিক্ষন কাজে লাগিয়ে দেশের সম্পদে পরিনত করার প্রকল্প গ্রহন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসাবে ঋনের চেক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। এ চৌদ্দজন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাছে ১০ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রশিক্ষন শেষে ঋণের চেক পেয়ে আশায় বুক বেঁধেছেন আসাদুজ্জামান। তিনি জানান, আগে থেকেই তিনি মাছ চাষ করেন। এবার প্রশিক্ষন নিয়ে ও ঋনের টাকা পেয়ে তার প্রত্যাশা অনেক বেড়ে গেছে।
তিনি প্রশিক্ষন ও ঋণ ব্যবসায় বিনিয়োগ করে ব্যবসা আরো বড় করতে চান। শারমীন রিনার স্বপ্ন গবাদি পশুতে।
তিনি গরু মোটাতাজ করণের উপর প্রশিক্ষন নিয়েছেন। কুরবানীর ঈদকে সামনে রেখে শারমীন তার ব্যবসা আরো বড় করতে চান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন জানান, দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে যুব দিবস পালিত হয়েছে। যুবক-যুবতীদের কর্মক্ষম ও স্বাবলম্বী করার জন্য তাদের প্রশিক্ষন ও স্বল্প সুদে ঋণ দেওয়া হয়েছে যাতে করে তারা প্রশিক্ষন কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। এভাবে তারা সফলতা অর্জন করলে পরবর্তীতে ঋণের পরিমান আরো বৃদ্ধি করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.