যুদ্ধের পর ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে : ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের পর ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। সেখানে কোনও মার্কিন সেনা প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ ওয়েব প্ল্যাটফর্মে আবারও গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন তিনি। বললেন, লড়াই শেষ যুক্তরাষ্ট্রকে গাজা হস্তান্তর করবে ইসরায়েল।
ট্রাম্প আরও জানান, গাজার ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে।
একদিন আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, তিনি ইসরায়েলি সেনাকে গাজার বাসিন্দাদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ করতে দেওয়ার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে বলেছেন।
এদিকে, ট্রাম্পের ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে, বিশেষত মধ্যপ্রাচ্যে। সৌদি আরব এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং জর্ডানের রাজা আবদুল্লাহ বলেছেন, তিনি কোনোভাবেই ভূমি সংযুক্তিকরণ এবং ফিলিস্তিনিদের স্থানচ্যুতি মেনে নেবেন না।
হামাসের কর্মকর্তা বাসেম নাইম এই পরিকল্পনাকে ইসরায়েলের ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়তে কখনোই রাজি হবে না।
যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রথম ট্রাম্প তার গাজা দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.