যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়, নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব টেক্সাসের হিউস্টনে প্রবল ঝড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) শহরটিতে প্রবল ঝড় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।
জনবহুল বাণিজ্যিক শহর হিউস্টনে আকস্মিকভাবে হারিকেন আঘাত হানে। এর গতিবেগ ছিল ঘণ্টায় ১২৯ থেকে ১৬১ কিলোমিটার। প্রবল এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরটির। ঝড়ের কবলে পড়ে চারজন নিহত হয়েছেন।
স্থানীয় মেয়র জন হুইটমায়ার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রবল ঝড়ে হিউস্টন শহরের প্রায় ৮ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতে আধাঁরে ছেয়ে যায় শহরটি।
দমকা হাওয়ায় বহুতল অনেক ভবনের জানালার কাঁচও ভেঙে পড়েছে। অনেক গাছ উপড়ে গেছে। এ সময় সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে শহরটির ট্রাফিক ব্যবস্থাপনা।
স্থানীয় মেয়র দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে জরুরি খাতের কর্মী ছাড়া সবাইকে আপাতত নিরাপদে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়াও ঝড়ে বিধ্বস্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) সরকারি স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.