যুক্তরাষ্ট্রে এখনকার মতো অন্ধকার সময় আসেনি : ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সময়ের মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আসেনি। তিনি দেশকে রক্ষায় মরণপণ লড়াই চালানোর আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে যেসব মামলা তা প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই করা হয়েছে। শুক্রবার সাউথ ডাকোটায় এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণের সীমান্তে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাটরা। তারা সীমান্তে করোনা মহামারির অজুহাত দাঁড় করানোরও চেষ্টা হচ্ছে।
ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে চারটি মামলায় ৯১টি অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন থেকে সরাতে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব করা হয়েছে বলে ট্রাম্প বলেন।
তিনি দাবি করেন, বর্তমানে দেশে তাকে নিয়ে যা হচ্ছে তা গণতন্ত্রের জন্য হুমকি। কারণ এখন মানবাধিকার এবং স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। ট্রাম্প বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং নির্বাচনে জয়ী হতে হবে। না হলে আমরা আমেরিকাকে হারাব।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.