যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে চমৎকার : পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে চমৎকার।এই সম্পর্কে আরও উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু। আমাদের চেষ্টা থাকবে এ সম্পর্ক আরও দৃঢ় করার।’
আজ রবিবার বিকেল ৫টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরে বিএনপি বর্তমানে অদৃশ্য শক্তির উপর টিকে রয়েছে। কয়েকদিন পরে তারা তাবিজ-টোনাও নিতে পারে।’
তিনি বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষের ফলে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কোনো ধরনের হুমকি নেয়। সেদেশের সেনারা পালিয়ে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। গেল কয়েকদিনে আরও ১৩৮ জন এসেছে। তাদেরও নিয়ম মেনে স্বদেশে ফেরত পাঠানো হবে।’
উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পরাজয় বলে দেয় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী। যার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জারা জাবেন মাহবুব, হাবিবুর রহমান এমপি, নাহিম রাজ্জাক এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মুজানুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.