যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুটি উভচর বিমানের সংঘর্ষ , নিহত ৫ জন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি উভচর বিমানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। তবে তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়। এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

মার্কিন কর্মকর্তারা বলেন, গতকাল সোমবার উভচর বিমান দুটি প্রমোদতরী থেকে যাত্রী বহন কালে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রমোদতরী রয়্যাল প্রিন্সেসের এক বিবৃতিতে বলা হয়, বিভার ও অটার নামক বিমান দুটি ১৬ যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে চারজন যাত্রী ও একজন পাইলট।

এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।

কোস্টগার্ড জানায়, এই ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধানে জর্জ ইনলেটের কাছে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও নৌযান মোতায়েন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.