যাত্রীর পরনের কাপড় পুড়িয়ে পাওয়া গেল ৫ কোটি টাকার ৪.৪৬ কেজি স্বর্ণ!

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের সারজা থেকে আসা এক যাত্রীর স্বর্ণ মেশানো কাপড় পুড়িয়ে ৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ৪.৪৬ কেজি স্বর্ণ পাওয়া গেছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুক্রবার (১৭ মে) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সারজা থেকে আসা এক যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পরনে থাকা জামাকাপড়ের পরিমাণ অতিরিক্ত বলে মনে হয়। পরে তার জামাকাপড় খুলে স্ক্যান করা হয়। এতে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের অস্তিত্ব পান কর্মকর্তারা।
পরে জামাকাপড়গুলো পুড়িয়ে অপরিশোধিত ৪ হাজার ৪৬২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।
জব্দ করা স্বর্ণ শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। আর আটক যাত্রী মোহাম্মদ শহীদ মিয়ার নামে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.