মৌলভীবাজার পাল্লাথল সীমান্ত দিয়ে শিশু সহ ৪৮ জনকে পুশইন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলাধীন উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে, ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনুমানিক ০৬ মাস হতে ১৭ বছর পূর্বে চিকিৎসা/কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিটিসি নিউজকে বলেন, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিক এবং যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.