মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরসহ গ্রেপ্তার-৫

 

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২২ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ২১ ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ৫ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.