মোরেলগঞ্জে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ গ্রীন ইয়ুথ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ. কে. এম ইকতিয়ার উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ইয়ুথ সোসাইটির প্রধান উপদেষ্টা জুয়েল হাওলাদার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুপুর আক্তার, গ্রীন ইয়ুথসোসাইটির সভাপতি ইব্রাহিম হোসেন মুন্না, প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোঃ সাকিবুল হাসান, বানিয়াখালি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জালাল মীর, সহকারী শিক্ষক ফিরোজ হাওলাদার, মোঃ ইসমাঈল হাওলাদার ও লিপি আক্তার।
এ ছাড়াও বাংলাদেশ গ্রীন ইয়ুথ সোসাইটি মোরেলগঞ্জ, বাগেরহাটের সদস্যদের মধ্যে সোহেল মুন্সি, বায়জীদ হাওলাদার, তামিম হোসেন,রাসেল কবিরাজ, মোঃ মুসা হাওলাদার, জীবন কুমার, মামুন তালুকদার, মোহাম্মদ সুমন, রাজেদা আক্তার, রুবেল হাওলাদার, মোহাম্মদ হাসান, আল-আমিন শাহ, মোঃ রাকিব, মোঃ কবির হোসেন, সাব্বির হোসেন, সোয়েব হাওলাদার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.