মোরেলগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবা নারীর বির্তকীত কর্মকান্ডে এলাকাবাসি প্রতিবাদ করায়। হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে থানার সামনে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড নিশানবাড়িয়া গ্রামের বিতর্কীত বিধবা নারীর বসতবাড়িতে গত ১৮ মার্চ রাত দেড়টার দিকে বহিরাগত লোক নিয়ে অনৈতিক কর্মকান্ড চালালে স্থানীয় লোকজন এ ঘটনার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই নারী গত ২০ মার্চ বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় স্থানীয় কৃষক মনির হাওলাদারসহ ১১ জনের বিরুদ্ধে হয়রানিমূলক একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলাটি প্রত্যাহারের জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষার্থী সাইমুন হাওলাদার, আল আমিন ফরাজী, শাহারিয়া, মনিরা আক্তার, সায়মা সেতু, ভূক্তভোগী মনিরুজ্জামান হাওলাদারের স্ত্রী জোৎসনা বেগম, আমেনা আক্তারসহ একাধিক শিক্ষার্থীরা।
এ সর্ম্পকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শেখ রাজিব আল রশিদ বলেন, ঘটনার সময় ওই নারীকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে ক্ষেত্রে মামলার পূর্বে তদন্তের বিষয় থাকে না। আদালত থেকে মিথ্যা বা হয়রানির প্রমান করে নিষ্পত্তি করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.