মোরেলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত : নিন্দা ও ক্ষোভ প্রকাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র কর্তৃক প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানকে শারিরীকভাবে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১০টায় সভা ডেকে এ ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন বেতকাশি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার সচেতন মহল, শিক্ষকবৃন্দ।
অপরদিকে প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতি ও সকল উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
জানাগেছে, গত ৮ আগষ্ট বিদ্যালয় চলাকালিন সময়ে আবুল বাশার তালুকদার, আব্দুল সবুর তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে আলমিরার তালা ভেঙ্গে, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানকে লাঞ্চিত করে মোবাইল ফোন কেড়ে নেয়। সহকারি শিক্ষক ইদ্রিস আলী শেখ বলেন, বাশার তালুকদার আমাদের বিদ্যালয়েরই ছাত্র। আমাদের প্রধান শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, পারিবারিকভাবে এ অতর্কীত হামলার শিকার হয়েছেন তিনি। এ বিষয়ে আবুল বাশার তালুকদার বলেন, বিদ্যালয়ে কমিটির অনিয়ম ঢাকতে এ হামলার অভিযোগ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.