মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমি দখলের অভিযোগ, গাছ কর্তন    

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের জমি দখলে হামলা চালিয়ে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধে এ ঘটনাটি ঘটেছে।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিক্ষক আব্দুল বারি বাদি হয়ে মহারাজ খানসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নেছারিয়া আজহারিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বৃদ্ধ আব্দুল বারি (৭২) পৈত্রিক জমির একটি অংশে দখলের জন্য ঘটনার সময় শনিবার ১১টার দিকে একই গ্রামের প্রতিবেশী মহারাজ খানের নেতৃত্বে ৩০/৪০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই শিক্ষকের জমির ঘেড়া বেড়া তার কেটে সিরিজ গাছের ডালপালা কর্তন করে। এ সময় হামলাকারিদের বাঁধা দিলে শিক্ষক ও তার পরিবারকে ভয়ভীতি দিয়ে উঠিয়ে দেয়।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুল বারি বলেন, দাদা ও পিতার পাওয়া ৬৪ শতক জমিতে ৭০ বছর ধরে ভোগদখল করে আসছি। ১৭ শতক জমি নিয়ে বিরোধ মহারাজ খানের সাথে। আদালতে মামলাও রয়েছে। হঠাৎ করে আজ সকালে পরিকল্পিত ভাবে ৩০/৪০ জন লোকজন নিয়ে এসে ঘেরাবেড়া কেটে সিরিজ গাছের ডালপাাল কর্তন করে। ইট খোয়া এনে রেখেছে তারা জোরপূর্বক জমি দখল করবে। পরিবার পরিজন নিয়ে আতংকে রয়েছি বলে শিক্ষকের স্ত্রী রাফেজা আক্তার। এ ঘটনায় শিক্ষক ওই পরিবারটি ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ সর্ম্পকে মহারাজ খান বলেন, তিনি কারও জমি জোরপূর্বক দখল করেনি। তার ক্রয়কৃত ২১ শতক ও পৈত্রিক ২১ শতক মোট ৪২ শতক জমি সেই জমিতে ঘর করার জন্য ইট খোয়া তোলা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মতলুবর রহমান বলেন, হোগলাবুনিয়ায় জমির বিরোধে সংর্ঘষের আশকাংয় শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষ সময় নিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.