রাজনীতিখুলনাব্রেকিং নিউজ মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ By বার্তা কক্ষ On নভে. ২৮, ২০২৪ Share মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাপনা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. ফারহানা জাহান নিপা। বুধবার বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয়নের বিভিন্ন সড়কে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় লিফলেট বিতরণকালে ছিলেন বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেক, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছোবাহান শেখ, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম তালুকদার, যুবদল নেতা শেখ সুজাউদ্দিন সুজা, হাসিব কাজী, ছাত্র নেতা আসাদুজ্জামান লিখন, দুলাল হোসেন রনি, ফাইজুল ইসলাম চান, আতিয়ার খা, মাকসুদুর রহমান মামুন, কাইয়ুম হ্ওালাদার, জসিম উদ্দিস পাইক, জাহিদুল ইসলাম, আরিফ তালুকদার প্রমুখ। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.