মোরেলগঞ্জে পথচারি ও এতিমদের মাঝে ইফতার বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানার সৌজন্যে মোরেলগঞ্জের বিভিন্ন স্থানে ইজিবাইকে করে পথচারী, এতিমখানার শিশুদের ও জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় দেওয়ান সোহেল রানা আস্বস্ত করেন এ রকম সমাজসেবামূলক কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিনিয়ত করে চলছে। ইফতার বিতরণ পরবর্তী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়।
এ সময় ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানা বলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজের নির্দেশনায় অসহায়, এতিম শিশু ও পথচারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আপনারা সকলে দোয়া করবেন যেন আগামি দিনে এ ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.