মোরেলগঞ্জে কীটনাশক বিহীন ২৩ জাতের আমন ধান চাষাবাদে কৃষকের বাজিমাত
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে সার-কীটনাশক বিহীন বি আর ২৩ আমন জাতের ধান চাষাবাদে বাজিমাত করেছে সোহেল হাওলাদার। এই জাতের ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বপ্ন দেখাচ্ছে। সেই সঙ্গে এ জাতের ধান আবাদ করে অধিক ফলন ও লাভের আশা করছেন স্থানীয় কৃষকরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.